G & R

G & R

Tuesday, July 26, 2016

পিটিসি কি? কেন, কিভাবে কাজ করে? এ টু জেড

অনেকেই জানতে চাচ্ছেন পিটিসি কি?
কিভাবে তা থেকে আয় করব?

আমি বলি আয়ের চিন্তা একটু পরে করেন। আগে একটু ভালোভাবে জেনে নেন, তারা কিভাবে কাজ করে, তারা যে টাকা দিবে তাদেরই বা লাভটা কি?

পিটিসি কি?
ptc= paid to click

একটা উদাহরন থেকেই শুরু করা যাক!
টিভি চ্যানেল কিভাবে আয় করে বলতে পারেন? তারা যে এত কিছু করে আমাদের  ঈদে নতুন নাটক থেকে শুরু করে শত শত সংবাদ কর্মীকে বেতন দিয়ে পর্যন্ত আমাদের সংবাদটা এনে দেয় এতে তাদের ব্যাবসাটা কোথায়।  অথবা পত্রিকা কিংবা রেডিও স্টেশনের কথাই চিন্তা করুন। তাদের আয়টা....

হুম, তাদের আয়টা আসে এড বা বিজ্ঞাপন থেকেই। যে চ্যানেল কিংবা পত্রিকার পাঠক যত বেশি তাদের এডও তত বেশি, ইনকামও। একটা কথা চিন্তা করুন, আজ যদি প্রথম আলো বলত যে তাদের পত্রিকা কিনবে তাকে দশ টাকা করে দেয়া হবে। কি মনে হয় প্রথম আলোর ব্যাবসা কম হবে? না, উল্টো বাকি সব পত্রিকা অফিস বন্ধ হয়ে যাবে। কিন্তুএটা করবেনা কারন এত সস্তা জনপ্রিয়তা কারোর দরকার নেই।

কিন্তু পিটিসি সেই সস্তা সুযোগটাই নিয়েছে।
হ্যা পিটিসি সেই সস্তা সুযোগটাই নিয়েছে। তারা আপনাকে বলবে যে, আপনি যদি তাদের বিজ্ঞাপনগুলোতে ক্লিক করেন এতে তারা তাদের আয়ের ক্ষুদ্র একটা অংশ আপনাকে দিবে।

এতে তাদের সাইটে একদিকে আপনার আমার মত ভিউয়ার বা ভিজিটর বাড়ছে সাথে সাথে অন্যদিকে বিজ্ঞাপনদাতারাও পিটিসির দিকে ঝুকছে।অর্থাৎ পুরো বিষয়টাই একটা চক্রাকারে ঘটছে।

পিটিসির প্রাথমিক একটা বর্ননা পেশ করলাম। আশা করি কিছুটা হলেও ধারনা পেয়েছেন। আগামীতে পিটিসিতে কাজ করার পদ্ধতিসহ বিস্তারিত পোষ্ট আসছে.. সাথে থাকুন ধন্যবাদ।

আর হ্যা, যে কোন প্রশ্ন থাকলে নির্দ্বিধায় করতে পারেন।

কাজ শুরু করতে চাইলে করতে পারেন যেকোনটাতেইঃ
১)clixblue.com
  ২) clixsense.com
৩) Paidverts.com
৪) Neobux.com

                   প্রয়োজনীয় লিংকসমুহঃ                   

♦পিটিসি কি ও কেন? তারা কিভাবে কাজ করে জানতে এখানে ক্লিক করুন

 ♦পিটিসি কাদের জন্যে জানতে  এখানে ক্লিক করুন

 ♦কাজ শুরু করতে চাইলে এখানে ক্লিক করুন

♦টাকা হাতে পাওয়ার নিয়ম জানতে এখানে ক্লিক করুন

♦বিশ্বস্ত পিটিসি সাইটের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
 ♦ক্যাপচা এন্ট্রিতে কাজ করতে চাইলে এখানে ক্লিক করুন

No comments:

Post a Comment