G & R

G & R

Friday, December 23, 2016

Revshare Site থেকে আয় করুন কোন ইনভেস্ট ছাড়া....

রেভিনিউ শেয়ারিং সাইট থেকে আয় করতে তাদের এডপ্যাক কিনতে হয় আমরা সবাই জানি। কিন্তু আজ আমি আপনাদের এমন একটা সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনারা সহজেই ২০/৫০ জন ডাইরেক্ট রেফারেল পেয়ে যাবেন। আর ডাইরেক্ট রেফারেলের মজা তো জানেনই, ইনভেস্ট করবে তারা, কাজ করবে তারা কিন্তু ভাগ নিবেন আপনিও। তারচেয়ে বড় কথা হল এই সাইটের মাধ্যমে আপনি একই সাথে ৫টা পেমেন্ট প্রসেসর রেফারেল, ১০টা রেভশেয়ার, ও ২ টা ট্রাফিক এক্সচেন্জ সাইটের রেফারেল পাবেন।


যাই হোক কাজের কথায় আসি।
সাইটটির নাম হল ultimate affiliate program  সংক্ষেপে Uap.

এতে রেজিস্টার করার জন্য প্রথমে এই লিংকে গিয়ে আপনার ইমেইল আইডি সাবমিট করে কনফার্ম করে নেন।

তারপর আপনি একটা রেজিস্টার ফর্ম পাবেন, সেখানে সবকিছু দিয় সাবমিট করার পর আপনি তিনটি স্টেপ পাবেন,
সেখানে ১ম স্টেপ এ আপনি আপনার পেজা, পারফেক্ট মানি, সলিড ট্রাস্ট পে এগুলোর রেফারেল লিংক দিয়ে Save করবেন। তারপর ২য় স্টেপে আপনি আপনার ১০টা রেভিনিউ শেয়ারিং সাইটের রেফারেল লিংক দিয়ে Save করবেন। যেসব সাইটের আপনার রেফারেল লিংক নেই join now তে ক্লিক করে রেজিস্টার করে তারপর আপনার রেফারেল লিংক বা ইউজার নেম বসিয়ে Save দিন।

এবার আপনার কাজ শেষ। হোমপেজ থেকে আপনার  splas page এর লিংকটা নিয়ে সব জায়গায় ইউজ করুন। এই লিংক দ্বারা আপনার ১০টা সাইট একসাথে প্রমোট হবে।  Mypaying এ এডপেক কিনতে এটির ব্যানার ব্যাবহার করতে পারবেন।

কোন সমস্যা হলে সরাসরি আমিঃ
01936160986 (বোরহান)
অথবা ফেসবুকেঃ
www.fb.com/borhan.uddinbhuiyan.77

সাইটের রেজিস্টার করুন আমার রেফারেঃ http://downline-builder.uap.company/?userid=cpiborhan


No comments:

Post a Comment