G & R

G & R

Monday, August 29, 2016

pvtraffic এ রেজিষ্টার করুন খুব সহজেই

আসসালামু আলাইকুম

 pvtraffic এ রেজিষ্টার করার পূর্ন বিবরনীঃ

প্রথমে এখানে ক্লিক করুন
তারপর create a new account  এ ক্লিক করুন। এবার এরকম একটা পেজ আসবেঃ


১। username:  এখানে আপনি একটা আনকমন নাম দিতে হবে যাতে কারো সাথে না মিলে। যেমন আপনার নাম যদি হয় kamal তাহলে আপনি দিবেন kamal0011, kamal6543, kamalnew, এরকম কিছু। বা আপনার নাম যদি হয় borhan আপনি দিবেন vipborhan, borhan000 এরকম কিছু।

২। first name: এখানে দিবেন আপনার নামের প্রথম অংশ। যেমন যদি আপনার নাম হয় কামাল হোসেন আপনি first name এর ঘরে লিখবেন  kamal আর last name এর ঘরে লিখবেন  hossain।

৪।email address : এখানে আপনি আপনার জিমেইল, ইয়াহু যেকোন আইডি দিবেন।

৫। password: এখানে আপনি একটা শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে এরকম, যাতে কমপক্ষে একটা ছোট হাতের(a,b,c) অক্ষর, একটা বড় হাতের(A,B) অক্ষর,একটা নাম্বার (5,2,0)জাতীয়,ও একটা চিহ্ন (% $ #) জাতীয় দিতে হবে। কমপক্ষে আটটি সংখ্যা হতে হবে। যেমন আপনার পাসওয়ার্ডটি হতে পারে এরকম কিছুঃ kaMal567##
 ৬।confirm password: এখানেও একই রকম দিতে হবে। অর্থাৎ। password  এর ঘরে যা দিয়েছেন তা।
৭। password strenth: এখানে আপনি কিছু লিখতে হবে না।
৮।upline: এখানেও আপনার কিছু লিখতে হবে না। অর্থাৎ যা আছে তা থাকবে। না থাকলে cpiborhan লিখে দিতে হবে।
৯।case-sensitive: এখানে যা লিখা থাকবে তা বক্সে লিখতে হবে। যেমন আমার দেয়া চিত্রটিতে আছে PWuHy
১০।i understand  এখানে বক্সটিতে টিকচিহ্ন দিয়ে রেজিষ্টার এ ক্লিক করুন।


রেজিষ্টার কমপ্লিট হওয়ার পর লগইন করুন।এরকম একটা পেজ আসবেঃ

এখান থেকে  click here. এ ক্লিক করুন। নিচের মত আসবে।

এখান থেকে একটা একটা করে প্রতিটি এড ভিউ করুন।
এরকম হলে ব্যাক এ এসে আরেকটি এড দেখবেন, তার আগ পর্যন্ত অপেক্ষা করবেন।

কোন সমস্যা হলে বা কোনটা না বুঝলে কমেন্ট করুন।





                   প্রয়োজনীয় লিংকসমুহঃ                   

♦পিটিসি কি ও কেন? তারা কিভাবে কাজ করে জানতে এখানে ক্লিক করুন
♦পিটিসি কাদের জন্যে জানতে  এখানে ক্লিক করুন
♦কাজ শুরু করতে চাইলে এখানে ক্লিক করুন
♦টাকা হাতে পাওয়ার নিয়ম জানতে এখানে ক্লিক করুন
♦বিশ্বস্ত পিটিসি সাইটের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
♦ক্যাপচা এন্ট্রিতে কাজ করতে চাইলে এখানে ক্লিক করুন
♦পিটিসি সংক্রান্ত একসাথে সকল লিংক পেতে এখানে ক্লিক করুন
♦আমার সাথে টিম হয় কাজ করতে চাইলে এখানে ক্লিক করুন

                                সকল পোষ্ট

No comments:

Post a Comment